(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )
কুমিল্লা জেলার রাজাপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আরিফা আক্তার (৩) নামের এক শিশু মৃত্যুর খরব পাওয়া গেছে।
১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন ভবের মুড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে অদু মিয়া সর্দারের নাতিন এরশাদ মিয়ার প্রথম মেয়ে আরিফা আক্তার সকলের অজান্তে বাড়ি পাশের্^ পুকুরে পড়ে যায়।
পরে অনেক খোঁজাখুজি করে বাড়ির মানুষ আরিফা আক্তারকে ওই পুকুর থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর খবর শুনে মা বাবা ও আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বিকেলে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেন নিহতের দাদা অদু মিয়া সর্দার।
Leave a Reply