(মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার )
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ব্যাপক অর্থ ব্যায়ে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের ও ১টি পৌরসভায় সর্বমোট ৪১টি ভ্যানুতে বুধবার দিন ব্যাপী আলোচনা সভা,দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে ৪১ ভ্যাুনুতে উপস্থিত হয়ে আলোচনা সভা,দোয় ও গনভোজ অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবে সফল করেন।
গত ১৫ আগষ্ট বুধবার সকালে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ শেষে উপজেলা আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে স্থানীয়দের মাঝে তাবারুক বিতরণ করছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী। অপর দিকে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোক র্যালী উপজেলা পরিষদ থেকে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দেবিদ্বার পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় দেবিদ্বার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালীতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেহ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, উপজেলা সহকরী কমিশনার (ভুমি) শামসুন নাহার, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল জলিল চৌধুরী, দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী শহীদুল্লাহ খাজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মোল্লা,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ মসিউর রহমান সুমন, পৌরযুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক কাজী সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, কমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ নুরুল আমিন, মো.সাদ্দাম হোসেন,
মোঃ লিটন সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক হোসাইন আহাম্মদ, মোঃ আমিনুল ইসলাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি আলা উদ্দিন, দেবিদ্বার পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিক নাজমা মোর্সেদ, সাংগঠনিক সম্পাদিকা রোজিনা আক্তার, সদস্য নিলুফা আক্তার, আখি আক্তার, সামসুন্নাহার বাবুল, যুব মহিলা লীগনেত্রী ডলি আক্তার, মিনা আক্তার, বীথী ও সুমি আক্তার, এস কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক কাজী সীহাব সহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এদিকে দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায়- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী বলেন শোককে শক্তিতে পরিনত করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিনত করার জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমান তার শরীরে শেষ রক্ত দিয়ে আমাদেরকে একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও আর্দশ কে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এ সোনার বাংলাকে যে কোন মূল্যে নিরাপদ রেখে জাতীর জনকের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ পর্যন্ত আমাদের নিরলস ভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। ওই সভায় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
Leave a Reply