নিজস্ব প্রতিবেদক:
তৃনমূলের নেতাকর্মীদের সাথে গনভবনে জননেত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর নেত্রীর দেয়া দায়িত্ব জনগনের কাছে পৌছে দেয়ার লক্ষে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মাইজপাড়া মাঠে নানা নাটকীয়তা শেষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাফুফের সধারণ সম্পাদক শ্রী বাদল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হামদর্দ বিশ^বিদ্যালয়ের ভিসি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর আব্দুল মান্নান জয়।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল মান্নান জয় বলেন-দাউদকান্দি আওয়ামীলীগে কোন প্রকার বিভেদ সৃষ্টিকারীদের বরদাস্ত করা হবে না। গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালে বিশে^র বুকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলার যে দৃপ্ত অঙ্গীকার নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই ধারবাহিকতায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যারা আওয়ামীলীগে বিভদে সৃষ্টি করে তারা কখনো প্রকৃত আওয়ামীলীগ কর্মী হতে পারে না। আওয়ামীলীগের উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বশিরুল আল মিয়াজী, জেলা পরিষদ এর মহিলা সদস্য পারুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য সমাবেশকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সমাবেশ হওয়া না হওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছিল্ একই স্থানে এমপি সমর্থিতরা সমাবেশ ঢাকাকে কেন্দ্র করে এ উত্তেজনা বিরাজ করে।
Leave a Reply