খেলা ডেস্ক:
হেরে যাওয়ায় ব্রাজিল এতো বেশি আঘাত পেয়েছিলো যে, দলের প্রধান তারকা নেইমার সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেননি সে সময়। তাই ব্রাজিলের হারের পর থেকেই ক্রীড়া সংবাদমাধ্যমগুলো দৃষ্টি ছিলো নেইমানের দিকে।
আর সবশেষ ম্যাচের একদিন পর শনিবার (৭ জুলাই) নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বেদনার মুহূর্ত। আমরা জানতাম আমরা সেখানে (বিশ্বকাপ সেমিফাইনালে) যেতে পারবো। কিন্তু এটা সেই সময় নয়। আবারও ফুটবল খেলার শক্তি সঞ্চয় করা কঠিন, কিন্তু আমি নিশ্চিত ঈশ্বর আমাকে যে কোনো কিছুর মুখোমুখি হওয়ার শক্তি দান করবেন। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেই থাকবো, এমনকি পরাজয় সত্ত্বেও… কারণ আমি জানি ঈশ্বরের চিন্তা আমার চেয়ে অনেক বেশি উন্নত।’
নেইমার আরো লেখেন, ‘আমি এই দলের (ব্রাজিল) সদস্য হতে পেরে গর্বিত। আমি সবকিছু নিয়েই গর্বিত, আমাদের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আমাদের মাথা থেকে এটা বের হয়নি এবং আমাদের হৃদয় থেকেও না।’
রাশিয়া বিশ্বকাপে দলের মোট পাঁচ ম্যাচে দুই গোল করে এবং এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের জানান দেন নেইমার। কিন্তু ম্যাচের পারফরম্যান্সের চেয়ে মাঠে ফাউলের শিকার হয়ে তার ‘প্রতিক্রিয়া’ই বেশি আলোচনায় রাখে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
Leave a Reply