অনলাইন ডেস্ক:
ঈদে মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। তাই তো ঈদে নারী-পুরুষ কেউই আনন্দ উদযাপন করা থেকে বাদ যায় না।
তবে সম্প্রতি ঈদকে ঘিরে যে ঘটনা ঘটেছে তাতে সবাই এক রকম অবাক হয়েছেন। তা হলো-
ভারতের মোরদাবাদের জনপ্রিয় শপিং মল ওয়েভ সিনেমা। সেই সিনেমাহলের বাইরে উপচে পড়েছে ভিড়। তবে, এখানে সিনেমা দেখার ভিড় নয়। এক সুন্দরী যুবতীকে জড়িয়ে ধরার জন্যই রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন যুবকরা। আর সেই ভিডিওটি ভাইরালও হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
শনিবার (১৬ জুন) ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে সকলে ভিড় জমিয়েছিলেন শপিং মলের সামনে। সেই ভিড়ের মাঝেই আচমকা এক যুবতীকে দেখে চমকে যান সকলে। কারণ ছেলেদেরকে ‘হাগ’ করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলেন ওই যুবতী। তবে, কে সেই যুবতী? কেন এমন কাণ্ড ঘটাচ্ছেন তিনি? এ রকম কোনো প্রশ্নের উত্তর উপস্থিত কারো কাছেই ছিল না।
ওই যুবতীর এই আজব কাণ্ড দেখতেই এদিন উৎসুখ জনতার ভিড় উপচে পড়ে শপিং মলের সামনে। কেউ ভিডিও করতে ব্যস্ত আবার কেউ যুবতীকে জড়িয়ে ধরতে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলেন তার কাছে। এ সময় তরুণী সেখানে একাই ছিলেন না। সঙ্গে তার বান্ধবীরাও ছিলেন।
এ ঘটনা প্রসঙ্গে ওয়েভ সিনেমার ম্যানেজার জানিয়েছেন, ঈদের দিন (শনিবার) বিকালে হঠাৎ করেই ভিড় জমতে শুরু করে শপিং মলের সামনে। তখনই ওই তরুণীর ‘হাগ’ করার কথা জানতে পারেন বলে জানান তিনি। কিন্তু, ওই যুবতী কে? সেই বিষয়টি সম্পর্কে এখনো কোনো কিছু জানতে পারেননি বলেও জানায় ওই ওয়েভ সিনেমার ম্যানেজার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
Leave a Reply