অনলাইন ডেস্ক:
কুমিল্লা জেলা স্কুল ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল কুমিল্লা জেলার ওয়েবসাইট এবং জেলা প্রশাসক, কুমিল্লা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফেসবুক পেজে আপলোড করা আছে।
জেলা প্রশাসক আবুল ফজল মীরের দিক নির্দেশনায় শতভাগ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অধিকতর স্বচ্ছতার স্বার্থে ১০০ ব্যবধানে আসনবন্টন করা হয়েছে, অন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ হলে দায়িত্ব পালন করেছেন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা উত্তর পত্র মুল্যয়ন করা হয়েছে।
প্রশ্নপত্র প্রণয়ন, প্রিন্ট, ভর্তি পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মুল্যয়ন, নিরীক্ষা, পুণঃনিরীক্ষা, ফলাফল প্রস্তুত সর্বক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা ও গুণগত মান নিয়ন্ত্রণ করা হয়েছে।
মোট ১০,২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩য়, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীতে কুমিল্লা জেলা স্কুলে ৩৬০ জন ও নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ে ২৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, কুমিল্লা জিলা স্কুলের ৫ম শ্রেণিতে দুটি শিফটে ১২০টি আসনের বিপরীতে ২ হাজার ১০৩ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রভাতী শাখায় ৯৮৬জন, দিবা শাখায় ১ হাজার ১১৭ জন ছাত্র রয়েছে। ৬ষ্ঠ শ্রেণিতে দুটি শিফটে ২৪০টি আসনের বিপরীতে ৩ হাজার ২শ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রভাতী শাখায় ১ হাজার ৫৩৬ জন এবং দিবা শাখায় ১ হাজার ৬৬৪ জন ছাত্র রয়েছে।
Leave a Reply