অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর ২২নং ওয়ার্ডের শ্রীভল্লব পুর ঘোষ পাড়া এলাকার বুলু চন্দ্র ঘোষের জন্ম স্থান । তিনি দির্ঘ দিন ধরে জটিল হ্রদরোগে আক্রান্ত । আর্থিক অবস্থা খুব র্দুবল বুলু চন্দ্র ঘোষের তার চিকিৎসার ব্যয় প্রায় ৫-৬ লক্ষ টাকা প্রয়োজন।
তার পরিবারের পক্ষে এতো ব্যয় বহুল খরচ করা সম্ভব না । তাই পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে আর্থিক সাহায্যের আকুল আবেদন । বুলু চন্দ্র ঘোষ বর্তমানে ভারতে চিকিৎসাধীন অবস্থা রয়েছে । বুলু চন্দ্র ঘোষের জন্য প্রতিদিন এলাকবাসীরা আর্থিক সাহায্যের জন্য পাড়া মহল্লা মানুষের দ্বারে দ্বারে যাচেছ ।
বুলু চন্দ্র ঘোষ বাচঁতে চায় ফিরে যেতে চায় তার পরিবার ও প্রিয়জন দের কাছে । আসুন আমরা সবাই জটিল হ্রদরোগে আক্রান্ত বুলু চন্দ্র ঘোষের পাশে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসি । জটিল হ্রদরোগে আক্রান্ত বুলু চন্দ্র ঘোষ যেনো আমাদের মাঝে ভালো হয়ে আসে আমরা এই র্প্রাথনা করি । পরিবারের সাথে যোগা যোগের ঠিকানা মোবাইল নাম্বার ০১৭২০৬০৩২৪০
Leave a Reply