অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া বিভাগ ভূমিকম্প অনুভুত হওয়ার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
তবে ভলকানো অ্যান্ড আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্য মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। যার উৎপত্তি স্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে।
ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি জানিয়েছেন কুমিল্লার বাসিন্দারাও।
প্রসঙ্গত, আজ বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ পূর্ব নেপালে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৭। রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কি.মি. পূর্বে সিন্ধুপালচক জেলায় কম্পনের উত্পত্তিস্থল ছিল বলে জানা গেছে।
Leave a Reply