অনলাইন ডেস্ক:
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে হাসান হাওলাদার (৫) বছরের এক শিশুকে নিজ ঘরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মুরাদ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মুরাদ মধ্য গুয়াটন গ্রামের মৃত আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। মৃত হাসান হাওলাদার ওই গ্রামের মৃত আনোয়ার আলী হাওলাদারের ছেলে।
শেখেরহাট পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জমান জানান, গাছ কাটার ঘটনায় মুরাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন একই বাড়ির ইউসুফ আলী। ওই মামলায় প্রতিবেশী মুরাদের বিরুদ্ধে হাসানের মা সাক্ষী দেয়া এবং হাসানের মা মুরাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় তাদের উপরে ক্ষিপ্ত ছিল। ওই মামলায় সম্প্রতি জামিনে আসে মুরাদ।
রাতে হাসানকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে হাসানের মা পাশের এক ঘরে যান। হাসানের মা ঝিয়ের কাজ করে কোন মতে সংসার চালাতেন। এ সুযোগে ঘুমন্ত হাসানকে ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে মুরাদ, এ অভিযোগ করছে ওই শিশুর স্বজনরা। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগতব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
Leave a Reply