অনলাইন ডেস্ক
দাউদকান্দিতে অনুষ্ঠিত কুমিল্লা জেলা প্রশাসক নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ,হ,ম, মুস্তফা কামাল এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান । আগামী ৫ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় দাউদকান্দি ব্রিজ সংলগ্ম মেঘনা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে । দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন । ইতিমধ্যে খেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুত্তি নেয়া হয়েছে।
তিতাসে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
(মোঃ জুয়েল রানা, তিতাস)
কুমিল্লার তিতাস উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ আহমেদ ফকির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন।
সোমবার (৩০সেপ্টেম্বর) জেলা রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠিকভাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করে তাদের প্রত্যেককে চিঠি প্রদান করেন।
তিতাস উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফারুক হোসেন বলেন, আগামী ২১ অক্টোবর ভোট গ্রহনের তারিখ ছিল। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী হওয়ায় এবং অন্যকোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এই তিনটি পদে তাদেরকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত পারভেজ সরকার এই নিয়ে দ্বিতীয়বারের উপজেলা চেয়ারম্যন পদে নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০৯ সালের নির্বাচনে প্রভাবশালী প্রার্থী মোঃ খালেককে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে অল্প কিছু ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী সালাউদ্দিন সরকারের সাথে পরাজিত হন। এবং ২০১৯ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নৌকা মার্কা নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন (বর্তমান)।
Leave a Reply