রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ঘুঙ্গুর নদীর উপর দিয়ে ৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ব্রিজটির দৈর্ঘ্য হবে ৪২মিটার। ব্রীজটি নির্মাণের ফলে ঘুঙ্গুর নদীর দুই পাশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে জানান স্থানীয়রা।
রবিবার (৮মার্চ ) সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুঙ্গুর নদীর উপর নির্মানাধীন ব্রিজের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এড. এড.আমিনুল ইসলাম টুটুল। এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল, জেলা সহকারি প্রকৌশলী রাসেদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল আলম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাসু, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মো.শরিফুল ইসলাম, ঠিকাদার গোলাম সিদ্দিকী পলিন , বেলাল হোসেন, ৫নং ইউপি মেম্বার মো.কামাল হোসেন প্রমুখ।
আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. জাবেদ হোসেন জানান- আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ঘুঙ্গুর নদীর উপর দিয়ে নির্মানাধীন ব্রিজটির ব্যয় হবে ৩ কোটি টাকা । সাম্প্রতিক ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ব্রিজটির দৈর্ঘ্য হবে ৪২মিটার। আশা করছি আগামী ২ বছরের মধ্যে ব্রীজটির কার্যক্রম সম্পুর্ণ হবে। ব্রিজটির ফলে ঘুঙ্গুর নদীর দুই পাশের মানুষের দুর্ভোগ লাঘব হবে।
Leave a Reply