অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে দেশে নতুন করে শনাক্ত হয়েছে ৫৪ জন। মা রা গেছেন আরও ৩ জন। এনিয়ে মোট মারা গেছেন ২০ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১৮ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পুরো দেশে ৫৪ জন মানুষের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দেশে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ১৬৪ জনে। এছাড়া মোট গতকাল পর্যন্ত মৃ ত্যের সংখ্যা ছিল ১৭ জন। মঙ্গলবারে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৯২ টি। গত সোমবার (৬ এপ্রিল) করোনা রোগী আছে এমন সব এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি কারণ ছাড়া ঢাকার বাইরে কেউ যাবে না, আসবেও না। পিপিই, মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কারাগারে দীর্ঘদিন জেল খাটছেন ও লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১২ টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ১৪০ জন। মারা গেছে ৮২ হাজার ১০১ জন।
করোনাভাইরাসে সারাবিশ্বে গত একদিনে ৭ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। সর্বোচ্চ সংখ্যাক রয়েছে যুক্তরাষ্ট্রে এরপরেই ফ্রান্সের অবস্থান। হিসাব অনুসারে প্রতি মিনিটে পাঁচজনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে প্রাণঘাতী এ মহামারিতে। এ সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে উন্নত দেশটিতে একদিনেই দু’হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্ত ২৯ হাজারের কাছাকাছি।
অন্যদিকে, ইউরোপীয় দেশ ফ্রান্সে হঠাৎ করেই ২৪ ঘণ্টায় ১৪শ’র বেশি প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। নতুন আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। এছাড়া, ইতালি-স্পেন ও যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোয় একদিনে মারা গেছেন দুই হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৮২,০৭৮ জন মানুষ। আক্রান্তের সংখ্যাও ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন।
Leave a Reply