নিজস্ব প্রতিবেদক:
আমি চাই আমার ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন হউক। বহিরাগতদের আগমন ও প্রতিনিয়ত হুমকি ধমকির কারনে আমি বিপর্যস্ত। আমি চাই আমার ইউনিয়ন সুষ্ঠ ভোট হউক। এর বেশী কিছু চাওয়ার নেই।
মঙ্গলবার সকাল ১১ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ নং কালিরবাজার ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম (সিআইপি) সংবাদ সম্মেলনে এমন আকুতি জানান।
নুরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেপরোয়া হয়ে উঠেছেন। প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে আমাকে ও আমার নেতাকর্মীদের। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচনের দাবী জানাই।
বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী সেকান্দর হোসেন জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে এরকম প্রপাগাণ্ডা ছাড়াচ্ছে নুরুল ইসলাম।
শুধু কালিরবাজার ইউনিয়ন কেন আগামী ২৬ ডিসে তিন উপজেলায় সুষ্ঠ নির্বাচনের জন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে উল্লেখ করে বলেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসন বদ্ধ পরিকর।
Leave a Reply