অনলাইন ডেস্ক:
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৬ সেপ্টেম্বর সংক্ষিপ্ত আকারে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সংসদ সদস্য মহোদয় উপস্থিত ফটো সাংবাদিকদের মুখে কেকতুলে খাওয়ান।
সংগঠনের সংসদগণ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে শুভেচ্ছা জানান। দুপুর একটায় কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্যরা নগরীর মুন্সেফবাড়ী এলাকায় সংসদ সদস্য হাজী বাহারের কার্যালয়ে মিলিত হন। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস,সাধারণ সম্পাদক আশিকুর রহমান,সহ সভাপতি মনির হোসেন,সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন,কোষাধ্যক্ষ জুয়েল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ ইমরান, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির,মাইনুল হক স্বপন, সোহরাব সুমন, জসিম উদ্দিন, সাধারণ সদস্য আহসান ম্যাক রানা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন, করোনাকালীণ এই সময়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীটি সংক্ষিপ্ত আকারে কেককেটে পালন করা হলেও পরে সময় সুযোগ মতো সকলকে নিয়ে ব্যাপক আকারে অনুষ্ঠান করা হবে। ছোট্টআকারে হলেও এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্যে সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে ধণ্যবাদ জানান।
Leave a Reply