অনলাইন ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ১৮টি আসন পাচ্ছে। সোমবার (২৬ নভেম্বর) দলটির একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে ২০ দলীয়জোটকে ৪২টি আসন দেওয়া হয়েছে। তার মধ্যে জামায়াত পাচ্ছে ২৫টি।
ওই সূত্র জানায়, ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তাদের আসন বণ্টনের বিষয়টিও ঠিক করা হয়েছে। এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী বিএনপি ২৪০টি আসনে মনোনয়ন দিবে। অন্যদিকে ২০ দলের অন্যান্য শরিকদের জন্য রাখা হয়েছে ৪২টি এবং ঐক্যফ্রন্টের জন্য রাখা হয়েছে ১৮টি আসন। জোটের মধ্যে জামায়াতের জন্য ২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
Leave a Reply