স্টাফ রিপোর্টার:
নিখোঁজ হওয়ার দশ দিন পার হলেও এখনো খবর মিলেনি ইসমাইল হোসেন সায়মনের। এদিকে ছেলে হারিয়ে পাগলপ্রায় বাবা আকতার হোসেন। ছেলেকে খুঁজে না পেয়ে সায়মনের মা মূর্ছা যাচ্ছেন ।
সায়মনের চাচা মনির হোসেন জানান, গত ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা টমসমব্রীজ জমজম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী ইসমাইল হোসেন সায়মন (১৩) হারিয়ে যায় । আজ দশ দিনেও তার কোন খোঁজ মিলেনি।
হারিয়ে যাওয়া ইসমাইল হোসেন সায়মন কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকার আকতার হোসেনের ছেলে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিন থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নম্বর ৪৭।
সায়মনের চাচা জানান, যদি কোন ব্যক্তি সায়মনকে খুঁজে পান তাহলে এই নাম্বারে 01811-267630 যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।
Leave a Reply