(মোঃনাছির আহাম্মেদ,লালমাই)
‘‘জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে আজ শনিবার সকালে হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সংগঠন সম্পর্ক ৯২’ব্যাচের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও আলোকিত ব্যাক্তি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপ্রধান সম্পর্ক’৯২ সভাপতি মুহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক প্রদীপ মজুমদারের প্রানবন্ত সঞ্চালনায় আলোকিত ব্যাক্তি পার্টনার, এমআরএইচ দে এন্ড কোঃ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস হারাধন দে এফসিএ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমাই প্রেসক্লাবের আহবায়ক শাহাজাহান মজুমদার, সিনিয়র শিক্ষক আবদুস ছোবাহান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন, ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ শামীম ইকবাল, বাগমারা মহিলা কলেজের সাবেক অধ্যাপক আলমগীর হোসেন অপু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৯২’ ব্যাচ সংগঠন সম্পর্ক -৯২, যুগ্ন সাধারণ সম্পাদক মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাফেজ আহাম্মদ, সদস্য বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির,মাহবুবুর রহমান জামাল, মোঃ সাখাওয়াত সুমন, মোঃ হুমায়ুন কবির, মোসাঃ রেহানা আক্তার, সাহিদা আক্তার, মতিউর রহমান, উদ্দীপন বাগমারার প্রেসিডেন্ট ইউনিভার্সেল কামাল প্রমুখ।
আলোকিত ব্যক্তি হারাধন দে এফসিএ বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা জাতিকে অনেক দূরে নিয়ে যায়। লক্ষস্থির করে চেষ্টা করলে সফলতা পাবে। আমি খূব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এ স্কুলে আমি সম্পূর্ন ফ্রি বেতনে পড়ালেখা করেছি। আসুন আমরা পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে একত্রিত হই।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ, ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় এবং অতিথিদের ফুল দিয়ে বরন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও পুরুস্কার বিতরণ করা হয়। মধ্যাহ্ন ভোজনের পর ঢাকা হতে আগত বাংলাদেশ টেলিভিশন এর শিল্পী পলাশ লৌহ ও এ্যানীর মনোমুদ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মানিত অতিথিবৃন্দ ও স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীগণ গান উপভোগ করেন।
Leave a Reply