অনলাইন ডেস্ক:
হঠাৎ করেই ক্ষুব্ধ কুমিল্লার সাংবাদিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।
শনিবার শচীন মেলায় জেলা প্রশাসকের এক ম্যাজিষ্ট্রেট কোন কারণ ছাড়াই সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক এর সাথে অসৌজন্য মূলক আচরন করেন।
এ ঘটনায় কুমিল্লা টেলিভিশন জার্নালিস্টএসোসিয়েশনের নেতৃবৃন্দ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সেই কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে ১ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।
রবিবার সন্ধ্যায় আলোচনা শেষে সাংবাদিকরা কুমিল্লা জেলা প্রশাসনকে এই সিদ্ধান্ত জানাই। দাবি মানা না হলে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি জাগো কুমিল্লা ডট কমকে জানান, সেই ম্যাজিষ্ট্রেটকে এক ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে প্রশাসনের সংবাদ বর্জনসহ কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply