নিজস্ব প্রতিবেদক
আগামীকাল সোমবার কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হচ্ছে । এমন কয়েকটি ফেসবুক স্ট্যাটাস কুমিল্লা জুড়ে ছড়িয়ে পড়েছে । যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল । তবে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে এখনও কোন সিদ্ধান্ত হয়নি । যা বিশ্বস্ত সূত্রে জানা গেছে । ২৫ জুলাই (রবিবার ) দুপুর থেকে এই গুঞ্জনটি ছড়িয়ে পড়ে ।
জানা যায়, আগামীকাল সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) একটি ভার্চ্যুয়ালি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে কুমিল্লা বিভাগ বস্তাবায়ন নিয়ে আলোচনা হতে পারে গুঞ্জন উঠেছে। তবে এটা শতভাগ নিশ্চিত নয় । আগামী কাল সভা হবে কিনা তাও এখনো অনিশ্চিত। এ সভাকে কেন্দ্র করে গুঞ্জনটি ছড়িয়ে পড়ে ।
কুমিল্লা সতেচন নাগরিক সমাজ বলছে, কুমিল্লা বিভাগ হবার যোগ্য। ঘোষণা দিলে অবাক হবো না। তাই বলে কোন সূত্র ছাড়া বিভ্রান্তি ছাড়ানো ঠিক না । চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা আছি। বিভাগ বাস্তাবয়ন গোপনীয় কিছু নেই। দেশের সব সংবাদ মাধ্যম এটি কাভারেজ করবে। সুতরাং নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছাড়ানো উচিত না ।
উল্লেখ্য বিভাগ বাস্তবায়নে কুমিল্লা বাসী দীর্ঘ দিন ধরে দাবি করে আসছে। সরকারও নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত করে বিভাগ বাস্তবায়নের । তবে সেটার নাম রাখার প্রস্তাব করা হয় ময়নামতি । তবে কুমিল্লাবাসীর দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হতে হবে । কুমিল্লা জুড়ে তীব্র আন্দোলন হওয়ায় কুমিল্লাবাসীর বিভাগ বাস্তবায়ন সিদ্ধান্ত থেমে যায় । অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হয় । সর্ব মহলের দাবি দ্রুত কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হোক।
Leave a Reply