অনলাইন ডেস্ক:
সড়ক ও ফ্লাইওভার থেকে রাজনৈতিক সকল ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের এই গুণী নেতা।
মন্ত্রী বলেন, ‘এখনো সড়কে এবং ফ্লাইওভারে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন ঝুলছে, এগুলো অতি শীঘ্রয়ই অপসারণ করতে হবে।’ এর আগে চলতি বছরের আগস্ট মাসেও মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও পোস্টার ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি। কুমিল্লায় সড়ক ও জনপথ অধিদফতরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে মন্ত্রী বলেছিলেন, ‘নিষেধ করার পরও কেন মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও পোস্টার ব্যানার থাকবে? ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ থেকে সব ধরনের ময়লা-আবর্জনা ব্যানার-ফেস্টুন এবং পোস্টার সরিয়ে ফেলতে হবে।’
Leave a Reply