অনলাইন ডেস্ক:
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউপির পূর্ব বড়ঘোনা ৬ নং ওয়ার্ডে (সকাল বাজারের পুর্ব পার্শে)।
নিহতের নাম নুর বেগম। এ ঘটনায় স্বামী বেলাল ও তার প্রেমিকা ফরিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (১৯ নভেম্বর) ভোরে নিহত নুর বেগমের মরদেহ তার স্বামীর প্রেমিকা ফরিদা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
প্রায় ১২ বছর আগে মো. বেলাল উদ্দিনের সঙ্গে নুর বেগমের সামাজিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে ২ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে।
বেলাল পেশায় সিএনজি চালক। সম্প্রতি বাড়ির অদূরে প্রবাসী মনিরের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে বেলাল।বিষয়টি জানতে পারে নুর বেগম মাঝে মধ্যে প্রতিবাদ করলে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হত। গত সোমবার রাতে বেলাল ঘর থেকে বের হলে তার পিছু নেয় নুর বেগম। এদিকে নুর বেগমকে না পেয়ে তার সন্তানরা খোঁজাখুঁজি শুরু করে।
প্রতিবেশীরা নুর বেগমের স্বামীর পিছু নেয়ার কথা জানতে পেরে প্রবাসীর স্ত্রী ফরিদা বেগমের বাড়িতে সন্ধান করে। ভোর ৫টায় প্রতিবেশীরা দেখেন, ফরিদার ঘরে নুর বেগমের মরদেহ। খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরকীয়ার কারণে নুর বেগম খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্বামী বেলাল ও তার কথিত প্রেমিক ও সহযোগী খুনি প্রবাসী মনির আহমদের স্ত্রী ফরিদাকে গ্রেফতার করা হয়েছে। নিহত নুর বেগমের শরীরের বিভিন্ন জায়গায় জখমেরর চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply