অনলাইন ডেস্ক:
সৌদি আরবের তুরবাহ থেকে ২০ কিমি. দক্ষিণে মরুভূমির মাঝখানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি গৃহকর্মীর লাশ পাওয়া যায়। আল বাহা তায়েফের মাঝামাঝি তুরবাহ শহর।লাশের সঙ্গে থাকা ইকামাতে নাম পাওয়া গেছে কোহিনূর বেগম। ইকামা চেক করে পুলিশ গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করে।
গৃহকর্তা অভিযোগ করেন, দুদিন আগে কোহিনূর তার বাসা থেকে পালিয়ে যায়। তারপর কোহিনূরের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।কোহিনূরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে পুরো ঘটনাটি পুলিশের নিবিড় তদন্তাধীন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার তুরবাহর স্থানীয় এক নাগরিক ঝুলন্ত লাশটি প্রথম দেখতে পান। তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।
Leave a Reply