(শাহাদাত হোসেন, কুমিল্লা)
কুমিল্লায় নতুন করে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১১৬ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশনের ১ জন, দেবীদ্বারের ৩ জন, আদর্শ সদর ১ জন, সদর দক্ষিন ১ জন, মুরাদনগর ১ জন, মেঘনা ১ জন।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১৬ জন আর মৃ ত্যুবরন করেছেন চার জন। মৃত ৩ জন দেবীদ্বার ও ১ জন মেঘনা উপজেলার বাসিন্দা ছিলেন। আক্রান্ত ১১৬ জনের মধ্যে ২৬ জন সুস্থ্য হয়েছেন। দেবিদ্বারের ১ জন পুলিশ ও ১ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও পরিবারের এক সদস্য ।
সদর উপজেলায় কালিরবাজারে একজন আক্রান্ত হয়েছে। তিনি রাজগঞ্জ আক্রান্ত ব্যক্তির শ্বশুড় বাড়ির সদস্য । এছাড়া রাজগঞ্জ বাজারের কমিটির একজন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। মুরাদনগরের পাহারপুর ইউনিয়নের সুরানন্দি গ্রাম নতুন আক্রান্ত হয়েছে। তিনি নারায়নগঞ্জ থেকে এসেছেন।
নতুন আক্রান্ত এলাকা এখনও জানা যায়নি ।
মোট নমুনা সেন্ট= ২ হাজার ৮শ ৫২ জন
মোট রিপোর্ট রিসিভেড=২ হাজার ৫ শ ৫৭জনের
মোট পজিটিভ = ১১৬জন
মোট সুস্থ্য = ২৬ জন
মোট মৃ ত্যু =৪ জন
৭মে, ২০২০ ইং ( দুপুর ১২ টা পর্যন্ত )
নতুন কেস: ৮ জন
নতুন সুস্থ : ০
নতুন মৃ’ত্যু: ০
কুমিল্লা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১১৬ জন (৭মে পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৫টি তে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
দেবিদ্বার-২৫, তিতাস-১১, লাকসাম-১৩,চান্দিনা-১১, দাউদকান্দি-৯, বুড়িচং-৮, মুরাদনগর ১২, মনোহরগঞ্জে ৫, বরুড়া-৭,ব্রাহ্মণপাড়া-২ , আদর্শ সদর ১. সিটিতে ৪, সদর দক্ষিণ-৩, চৌদ্দগ্রাম-১ , ও হোমনা-৩ , মেঘনা-১
Leave a Reply