(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)
সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লার চান্দিনায় অসহায়, দুঃস্থ, দিনমজুরদের জন্য খাদ্য নিয়ে ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো.আবুল ফয়সল। যেখানে মানুষ জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছে, সেখানে তারা পরিবার পরিজনকে রেখে ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের বাসা বাড়িতে।
গত কয়েকদিন ধরে ইউএনও,ওসি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। আজ ৪ এপ্রিল শুক্রবার বিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার পরিষদের আশেপাশে,পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া উপজেলার দরিদ্র শ্রমজীবী,দুস্থ,অসহায়সহ বসবাসকারীদের সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি খাদ্য সহায়তা চাল ও আলু, বিস্কুট, ডালসহ সামগ্রী দেন তাঁরা।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, আমি নিজস্ব অর্থায়নে একশত জন অসহায়কে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ জানান, আসুন সকলেই যার যার অবস্থান থেকে চেষ্টা করি যেনো করোনাকে আমরা মোকাবেলা করতে পারি।সৃষ্টিকর্তা আমাদের সবার সুস্থ্যতা দান করুন।
Leave a Reply