অনলাইন ডেস্ক:
বাংলাদেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এবং সমালোচিত একটি নাম সানাই মাহবুব সুপ্রভা। দেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার তিনি আলোচিত হয়েছেন নানা কারণে। সম্প্রতি এই অভিনেত্রী আবারও আলোচনায় এসেছেন বিয়ের সিদ্ধান্তের কারণে। শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সানাই। তবে তিনি এখনও প্রকাশ করেননি হবু স্বামীর নাম।
বিয়ের ব্যাপারে একটি সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানাই জানান, ‘সাবেক এক মন্ত্রীর সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে। তবে নামটা এখন বলতে চাচ্ছি না। তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক দীর্ঘ এক বছর ধরে। বিয়েটা এ বছর না। সামনের বছর করবো। বিয়ের আগে সবাইকে জানিয়েই করবো’। তবে হবু স্বামীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলতে চাচ্ছি না। তবে তিনি বর্তমান এমপি এবং ম্যাডামের (প্রধানমন্ত্রী) সঙ্গে আছেন’।
হঠাৎ বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে ওই সাক্ষাৎকারে সানাই বলেন, ‘আমার চারপাশে শত্রুর পরিমানটা বেড়ে গেছে। বাবা-মা এ নিয়ে অনেক চিন্তায় থাকেন। এ সিদ্ধান্ত পরিবার থেকেই নেওয়া হয়েছে’। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সানাই
উল্লেখ্য, সম্প্রতি ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সানাইকে নিয়ে যাওয়া হয় ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে। পররবর্তীতে সানাই তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন ফেসবুকে
video link: visit
Leave a Reply