মারুফ আবদুল্লাহ, কুমিল্লা
কুমিল্লা পৃথক দুর্ঘটনায় সদর দক্ষিণে ট্রেনে ধাক্কায় বাবা ছেলে ও হোমনায় ট্রাক চাপায় মা- মেয়ে নিহত হয়েছে।
সদর দক্ষিণ:
কুমিল্লা সদর দক্ষিণের জেলখানা বাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) বিকাল ৪টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরুড়ার বাতাইছড়ি এলাকার লতিফের ছেলে সোহাগ (৩৫) ও তার ছেলে সোহেল (১২)।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, জেলখানা বাড়ি এলাকার রেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বাবা-ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোহাগ অটোরিকশাটি চালাচ্ছিলেন। তারা ছাড়া আর কেউ ছিল না অটোরিকশায়।
হোমনাঃ
কুমিল্লার হোমনায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) উপজেলার শ্রীমদ্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা সদরের সজলের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও ছয় মাস বয়সী মেয়ে সাওদা। দুর্ঘটনার পর স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌসী আক্তার তার শিশু সন্তান ও ছোট আরও ভাইবোনকে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের তাদের নানার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাবার বাড়ি একই শ্রীমদ্দি গ্রামে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি এলাকায় বিপরীত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান। তবে তার দুই ভাইবোন সুস্থ রয়েছেন।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিক্শাটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply