অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। কয়েক মাস অসুস্থ থাকার পর শনিবার (১৫ আগস্ট) নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তবে রবার্টের অসুস্থতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনেও ট্রাম্প ভাইয়ের অসুস্থতার কারণ জানাননি। ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনএনকে শুধু জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে রোগে ভুগছিলেন।
সিএনএনর একটি প্রতিবেদন অনুসারে, ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমার প্রিয় ভাই রবার্ট আজ রাতে চলে গেল। সে শুধু আমার ভাই নয়, সবচেয়ে ভালো বন্ধুও। ভাইকে মিস করলেও আবার তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওকে ভীষণ মিস করব, কিন্তু আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে চিরঅম্লান থাকবে ওর স্মৃতি। রবার্ট, আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও।’ এর আগে ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে দেখতে যান ডোনাল্ড ট্রাম্প।
Leave a Reply