অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিল ও স্বাক্ষর জাল করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণার দলীয় একটি মনোনয়নপত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
শনিবার (২৪ নভেম্বর) দুপুর থেকে ফেসবুকে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের নামে একটি পেজে এ প্রচারণা চালানো হয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন ওই নেতাকে তিরস্কারও করেন।
ওই মনোনয়ন পত্রটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে প্রচার চালানো হয়।
এ ব্যাপরে জানতে চাইলে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী জানান, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নামের একটা আইডি থেকে নানা ধরণের অসত্য তথ্য প্রচার চালাচ্ছে। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে কাউকে নৌকার মনোনয়ন দেয়নি। আমাকে নিয়ে কে বা কারা বিভ্রান্তি করছে এবং অপপ্রচার চালাচ্ছে।
Leave a Reply