প্রেস বিজ্ঞপ্তি:
মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটির উদ্যোগে শুক্রবার থেকে দুইদিন ব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন করবেন কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা টাউন হল মাঠে ২৪ ও ২৫ জানুয়ারী সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে ।এ আয়োজনে বাংলাদেশের ৬৪ জেলার আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হবে।
কুমিল্লা ফটোগ্রাফী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এইচ ইমন রেজা বলেন, ইতিমধ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে । মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ফটোগ্রাফারদের পাঠানো কয়েক হাজার ছবি থেকে যাছাই-বাছাই শেষে আমরা দেড় শতাধিক ছবি নির্বাচন করতে সক্ষম হয়েছি । আশা করি এই দুই দিন সারাদেশের ফটোগ্রাফার ও ছবিপ্রেমীদের মিলন মেলায় পরিণত হবে ।
Leave a Reply