(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)
মূল্যবোধের অবক্ষয়, জঙ্গীবাদ ও মাদকাসক্তের বিরুদ্ধে বিদ্যালয়ে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে জেলা শিল্পকলা একাডেমি। গতকাল কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও ইয়াং উইমেন্স খ্রিষ্টিয়ান এসোসিয়েশনে (ওয়াইডাব্লিউসিএ) মিলনায়তনে শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ রূপকল্প ও জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের অভিলক্ষ্য নিয়ে স্কুলে স্কুলে অনুষ্ঠান করছে
জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা।
কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. নার্গিস আক্তার।
জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন মাহতাব সোহেল। এ সময় উপস্থিত কুইজ প্রতিযোগীতায় ১০জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. নার্গিস আক্তার।
একই দিনে ইয়াং উইমেন্স খ্রিষ্টিয়ান এসোসিয়েশনে (ওয়াইডাব্লিউসিএ) মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে জেলা শিল্পকলা একাডেমি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী নেত্রী পাপড়ি বসু। ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াইডাব্লিউসিএ সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম বিধ্বংসকারী মাদকের বিস্তার সমাজে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সচেতন অভিভাবক মহল উদ্বিগ্ন।প্রত্যেক মানুষের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো নৈতিক মূল্যবোধ। শিশুর সামাজিক মূল্যবোধ শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্র হলো পরিবার। আর পরিবার থেকেই মূল্যবোধ শিখালে সন্তানের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রগতিশীল, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ করে তোলে।
Leave a Reply