(অমিত মজুমদার, কুমিল্লা)
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে টানা আন্দোলনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । সোমবার সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধন এমন ঘোষণা দেয়া হয়।
আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, শপিং কমপ্লেক্স-হাটবাজার -গণপরিবহন যখন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে তাহলে কেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানতে পারবে না। শিক্ষার্থীরা কে কোন ক্লাস / সেমিস্টারে পড়ে সেটাই ভুলে গেছে। আমরা চাই স্বাভাবিক সময় যেখানে ৫ দিন ক্লাস হতো এই পরিস্থিতিতে আমরা তিনদিন ক্লাস করবো । গ্রাম ও পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস- পরীক্ষা কোনটায় অংশ নিতে পারছে না । এই পরিস্থিতিতে সব কিছুই যখন চলছে তখন শিক্ষাব্যবস্থা ভেঙ্গে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, আপনারা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারেন না। আমাদের ভবিষ্যত আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা আর অপেক্ষা করতে চাচ্ছি না। আমরা চাই স্বাস্থ্য বিধি মেনে যুক্তিক দাবিতে ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে । আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই। এই দেশে আন্দোলন ছাড়া কোন দাবি আদায় হয়নি, সামনেও হবে না । দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ন ভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।
আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়, কথা দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ একমত। আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের মেসেজগুলো পাঠাবো।
Leave a Reply