মাহফুজ নান্টু।
সাদামাটা জীবন। নিজের জীবনের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে মানুষ গড়ার দায়িত্ব নিয়ে জীবন পার করেছেন। তাঁর হাতে কলমে শিক্ষা পাওয়া বহু শিক্ষার্থী আলো ছাড়িয়ে দিচ্ছে স্ব স্ব কর্মক্ষেত্রে। শিক্ষকতায় গুনে গুনে ৩৯ বছর। সেই শিক্ষকের পেশাগত জীবন শেষে অবসরে যাচ্ছেন। এমন খবরে গেলো ছয়মাস ধরে চলছে প্রিয় শিক্ষককে আড়ম্বরপূর্ণ বিদায় জানানোর। সময় সুযোগ মিলে যায়।
শনিবার দিনভর কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের গণিতের সিনিয়র শিক্ষক আবদুল মতিন ভুইয়া (বিএসসি)’র বিদায় অনুষ্ঠান হয়। মহান শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। নাচ গান এবং স্মৃতিচারণ মিলে বর্ণাঢ্য এক আয়োজনে অভিভূত হন বিদায়ী শিক্ষক আবদুল মতিন ভুইয়া। বিদ্যালয়ে তিনি বিএসসি শিক্ষক নামেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে সমাদৃত ছিলেন।
বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল মতিন ভুইয়া (বিএসসি)’র সহধর্মিণী মোসাম্মৎ হাসিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবুল মনসুর হালিম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন হেলাল। বিদায়ী অনুষ্ঠানের শুরুতে শিক্ষক আবদুল মতিন ও তার সহধর্মিণীকে গাড়ি করে স্কুল প্রাঙ্গনে নিয়ে আসা হয়। পরে একে একে প্রাক্তন শিক্ষার্থীরা এসে বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই অনুষ্ঠানে কেক কেটে বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু করা হয়।
অনুষ্ঠানে বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, সহকারী শিক্ষক কানন বালা তার সহকর্মীর স্মৃতিচারণ করেন।
Leave a Reply