প্রেস বিজ্ঞপ্তি।।
শাণিত উচ্চারণ বাচিক শিল্পচর্চা কেন্দ্র “শব্দের শক্তিতে উদ্ভাসিত জীবন” এই স্লোগান ধারণকরে ০১ ডিসেম্বর ২০১০ তারিখে যাত্রা শুরু করে। বাচিক শিল্প তথা আবৃত্তি চর্চার মাধ্যমে প্রমিত বাংলা ভাষার সার্ব জনীন চর্চা, বিকাশ, উৎকর্ষ সাধন, মুক্ত চিন্তারচর্চা, বিকাশএবংমানুষের প্রতি- প্রকৃতির প্রতি আজন্ম দায়বদ্ধতার সহজ স্বীকারোক্তির নান্দনিক চর্চা আমাদের লক্ষ্য।
সাংগঠনিক কর্ম পরিকল্পনার ধারাবাহিকতায় প্রতি বছর আমরা বড় পরিসরে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকি যেখানে প্রশিক্ষক হিসেবেউপস্থিত থাকেন দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক, বাচিকশিল্পী, গণমাধ্যমের পেশা দার সংবাদ উপস্থাপক ও প্রাজ্ঞজন। এই প্রশিক্ষণ কর্মশালা যে কোন শিক্ষার্থী, শিল্পের যে কোন শাখার সাথে সম্পর্কিত জন এবং সর্ব পরিভাষা হিসেবে বাংলা নিয়ে গর্ব কারী যে কোন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। উল্ল্যেখ্য যে এই প্রশিক্ষণ কর্মশালায় কোন বানিজ্যিক উদ্দ্যেশ্য নিহিত থাকার অবকাশ নেই; আছে কেবল ই সাংগঠনিক দ্বায়বদ্ধতা।
প্রশিক্ষণপাঠ্যসূচি:
প্রমিত বাংলা উচ্চারণ, প্রাণায়াম, ব্যায়াম, স্বরসাধন, স্বরপ্রক্ষেপণ, কবিতায় ছন্দ প্রয়োগ ও ব্যবহার, কবিতারভাব ও রস, কবিতা নির্মাণ ভাবনা, শিল্প ও নন্দনতত্ত্ব, প্রায়োগিক কৌশল ও মঞ্চায়ন, কবিতায় সমাজ ভাবনা, প্রেষণা, সংবাদ পাঠ, উপস্থাপন শৈলী ও আরজেইং।
প্রশিক্ষক:
মীর বরকত – আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক, কণ্ঠশীলন, ঢাকা
গোলাম সারোয়ার – আবৃত্তি প্রশিক্ষক ও নির্দেশক, কণ্ঠশীলন, ঢাকা
কাজি মাহতাব সুমন – আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও নির্দেশক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তিসমন্বয়পরিষদ
সোহেল আনোয়ার – আবৃত্তিশিল্পী, বোধন আবৃত্তিপরিষদ, চট্টগ্রাম, সাংগঠনিকসম্পাদক (চট্টগ্রামঅঞ্চল), বাংলাদেশ আবৃত্তি সমন্বয়পরিষদ
এমদাদ হোসেন কৈশোর – সভাপতি, নোয়াখালী আবৃত্তি একাডেমি, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লাঅঞ্চল), বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
তামান্না তিথি – আবৃত্তি শিল্পী, সাধারণ সম্পাদক, উদ্ভাসন, ঢাকা
ইশরাত আমিন – সিনিয়র নিউজ প্রেজেন্টার, চ্যানেল ২৪
তামান্না সারোয়ার নিপা – আবৃত্তি শিল্পী, মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র, ঢাকা
জয়াশিস বণিক – বাচিকশিল্পী, প্রভাষক, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা
রোম্যান রুমি – ইনডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সভাপতি, শাণিত উচ্চারণ বাচিক শিল্পচর্চা কেন্দ্র, কুমিল্লা
শরীফ উল হক – সিনিয়রনিউজ প্রেজেন্টার, চ্যানেল ২৪
মাহাবুব আলম – আরজে, রেডিওভূমি (৯২.৮ এফএম)
উদ্বোধনী ক্লাস:
২৩ নভেম্বর ২০১৮ ইং, শুক্রবার, দুপুর ২.৩০ মি.
স্থান ও সময়:
আর্ট স্কুল এন্ড কলেজ, ধর্মসাগর উত্তর পাড়, কুমিল্লাএবংকবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, ধর্মসাগর উত্তর পাড়, কুমিল্লা (প্রতিশুক্রবার ও শনিবার দুপুর ২.৩০মি. – বিকাল ৫.৩০মি)।
নিবন্ধনের শেষ তারিখ:
২১ নভেম্বর ২০১৮ ইং, বুধবার।
নিবন্ধনের জন্য যোগাযোগ:
কুমিল্লা আর্ট স্কুল এন্ড কলেজ, ধর্মসাগর উত্তর পাড়, কুমিল্লা
(প্রতি বুধবার ও শুক্রবার দুপুর ২.৩০মি. – ৫.৩০মি.)
মা লেদার হাউস
সাত্তার খান কমপ্লেক্স (৩য় তলা), কুমিল্লা
০১৭২৯ ১৯৮৬৭১
খাদি বিতান
রাজগঞ্জ, কুমিল্লা
০১৭১১ ৭৪৮৩৭০
প্রজন্মকে সঠিক নির্দেশনা প্রদান, নিজস্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আগ্রহী করাএবংচর্চায় অভ্যস্ত করে তোলা পূর্ব সূরিদের দায়। সেই দায় থেকেই আমাদের এই প্রয়াস।
শুভেচ্ছান্তে:
রোম্যান রুমি
সভাপতি
শাণিত উচ্চারণ বাচিক শিল্পচর্চা কেন্দ্র, কুমিল্লা।
Leave a Reply