রবিউল হোসেন।।
কুমিল্লা-৬ আসনের সাংসদ হাজী আকম বাহাউদ্দিন বাহারের সহ-ধর্মিনী ও বিশিষ্ট নারী নেত্রী বেগম মেহেরুন্নেসা বাহার বলেছেন-‘লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম চালাতে হবে। খেলাধূলায় সবাই পুরস্কার পায় না, যে হেরে গেলো, সে নিজেকে মেনে নিতে পাড়লে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করা হলো। খেলাধূলার মতই বাস্তব জীবনে প্রতিটি পদে পদে মানুষকে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। কারণ খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। একজন যুবক কিংবা কিশোরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিমূখি করে গড়ে তুলতে হবে ।
মঙ্গবার (৪ফেব্রুয়ারি) আদর্শ সদর উপজেলার রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো.আমিনুল হক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন জম্পি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো.শাহ আলম, সরকার মাহমুদ জাবেদ। এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব লিটন, কেটিসিসির পরিচালক জুনায়েদ শিকদার তপু, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম, জেলা পরিবহন সমিতির সভাপতি গোলাম রসুল, বিদ্যালয়ের রেক্টর আব্দুল হাকিম, ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, সহিদুল ইসলাম চপল, সাইফুল ইসলাম । অনুষ্ঠান পারচালনা করেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিনুল ইসলাম ।
Leave a Reply