(মোঃনাছির আহাম্মেদ, লালমাই)
কুমিল্লা জেলার লালমাই উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচ্লনা করে পেরুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তিন মাদকাসক্তকে গাজা সেবন অবস্থায় আটক করেছে লালমাই থানা পুলিশ।
লালমাই থানার এস আই হেলাল উদ্দিন জানান,গ্রেপ্তারকৃত তিন আসামিদের গাজা সেবন অবস্থায় আটক করে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,ভোরাজগৎপুরের জাহাঙ্গীর আলীর ছেলে মোবারক হোসেন কে ৬মাসের জেল ও জরিমানা, কাঁকসার গ্রামের ধানু দাসের ছেলে
অর্জন চন্দ্র দাস কে ৩মাসের জেল ও জরিমানা এবং
হাড়িগিলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাসেল হোসেন কে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার জানান,লালমাই উপজেলাকে মাদক মুক্ত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply