অনলাইন ডেস্ক:
বুধবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লার লাকসামের বিজরা বাজারে এক তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও বিনামূল্যের ঔষধ টাকার বিনিময়ে বিক্রির করার অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানাসহ নয় প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে পরিচালিত এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণ এবং বিনামূল্যের ঔষধ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগে মেসার্স সততা ফার্মেসীকে ৫০,০০০ টাকা, অননুমোদিত বিদেশী কসমেটিক্স বিক্রি করায় মদিনা সুপার শপকে ৫,০০০ টাকা, বিনামূল্যের ঔষধ টাকার বিনিময়ে বিক্রি করায় এস আর ফার্মেসীকে ২,০০০ টাকা, সেবার মূল্য তালিকা না রাখায় আজমীর হোটেলকে ৫,০০০ টাকা, একই অভিযোগে মুগগাঁও হোটেলকে ৩,০০০ টাকা, মাংসের মূল্য তালিকা না রাখায় সেলিমের মাংসের দোকানকে ১,০০০ টাকা একই অভিযোগে খলিলের মাংসের দোকানকে ১,০০০ টাকা এবং মালেক মিয়ার মাংসের দোকানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওজনে কারচূপি করায় রবীন্দ্র সরকারের মাছের দোকানকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং পরিমাপক দাঁড়িপাল্লা স্পটে ধ্বংস করা হয়। নিরাপদ খাদ্য পরিদর্শক শাহাদাৎ হোসেন এবং এসআই কামালের নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply