নিজস্ব প্রতিবেদক:
সিহান লন্ডন ক্রিকেটে হ্যাট্রিক করেন,না সেঞ্চুরি বা উইকেট এর হ্যাট্রিক নয়। সেরা প্লেয়ার এর হ্যাট্রিক।২০১৬,২০১৭ এবং ২০১৮ টানা তিনবার লন্ডন ক্রিকেট লীগে সেরা খেলোয়ার নির্বাচিত হন।২০১৮ মৌসুমে মো: আমিনুল ইসলাম সিহান এর অসাধারণ সাফল্য | ধারাবাহিকতা বজায় রেখে ২০১৮ মৌসুমে নিও ক্রিকেট ক্লাবের হয়ে প্লেয়ার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পান আর হ্যারল্ড উড ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাটসম্যান অফ দি ইয়ার হন |
লন্ডনের রিপোর্টার সূত্রে জানা যায়, ২০১৬, ২০১৭ সালের লীগ সেরা উইকেট কিপার এবং বাম হাতি ব্যাটসম্যান মো: আমিনুল ইসলাম সিহান নিও ক্রিকেট ক্লাব এবং হ্যারল্ড উড ক্রিকেট ক্লাবের হয়ে ২০১৮ মৌসুমে ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন | এমৌসুমে তিনি সর্বমোট ৩৩ ইনিংস এ ১১৭৮ রান করেন | যারমধ্যে ছিল ২ টি শতক এবং ৭ টি অর্ধশতক | গ্লাভস হাতে করেন অসাধারণ উইকেট কিপিং | ২৫ টি স্টাম্পিং এবং ১৭ টিক্যাচ |ন্যাশনাল ক্রিকেট লীগ এ নিও ক্রিকেট ক্লাবের হয়ে ১৫ ইনিংস এ রান করেন ৬০১ |
যেখানেছিল ১ টি শতক এবং ৪ টি অর্ধশতক এবং হ্যারল্ড উড ক্রিকেট ক্লাবের হয়ে ১৮ ইনিংস এ করেন ৫৭৭ রান | যেখানে ছিল ১ টি শতক এবং ৩ টি অর্ধশতক |আরো জানা যায় যে NTV কমিউনিটি কাপ ট্যাপ বল ক্রিকেট টুর্নামেন্টে ৩৩ বলে ১১০ রান করার রেকর্ড টি তারই | পরবর্তীতে নিও ক্রিকেট ক্লাবের ম্যানেজমেন্ট কমিটিতে (সোশ্যাল মিডিয়া এন্ড পাবলিক রিলেসন সেক্রেটারি ) পদে দায়িত্ব পালন করেন |
তিনি এখনো এই পদে দায়িত্বরত |কুমিল্লা মহানগরীর পুরাতন চৌধুরী পাড়া হোমিও কলেজ সংলগ্ন উত্তর গাংচর এর বাসিন্দা ও কুমিল্লা সিডি প্যাথ এণ্ড হাসপাতালের প্রশসনিক কর্মকর্তা মোঃ হাসান ও জোহরা বেগম এর ২য়পত্র মোঃ আমিনুল ইসলাম সিহান ২০১১ সালে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড যান। তিনি ইংল্যান্ডে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতিও মনোযোগী হন।
উল্লেখ্য যে, মোঃ আমিনুল ইসলাম সিহান বাংলাদেশে অবস্থান কালে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতি মনযোগ ছিল বেশি। তখনকার সময়ে তার বাবা ক্রিকেট প্রেমিক মো. হাসান, তার ছেলের আগ্রহ দেখে কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশ টেস্ট ক্রিকেট প্লেয়ার সাবেক ক্রিকেটার এনামূল হক মনির এর বড় ভাই, এমদাদুল হক ইমদু ভাইয়ের স্মরণাপন্ন ক্যাম্পে ভর্তি করিয়ে দেন। সিহান বাংলাদেশে ও বিভিন্ন টিমে খেলে ভালো পারফম্যান্স অর্জন করে ছিলেন। তিনি চট্টগ্রাম ডিভিশন এর হয়ে অনুর্ধ ১৩,১৫,১৭,১৯ দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন !
সেখান থেকে বাংলাদেশের জাতীয় পর্যায়ের স্কোয়াড এ ও ছিলেন !তার এ অর্জনে কুমিল্লার জেলা ক্রীড়া সংস্থা, সামাজিক, রাজনৈতিক, ডাক্তার, ব্যবসায়ী, বন্ধু মহল ও বিভিন্ন পেশাজীবীসহ কুমিল্লাবাসি গর্বিত।
এ ব্যাপারে তার মা গৃহিনী জোহরা বেগম জানান-আমার ছেলে ছোট বেলা থেকেই চঞ্চল ও ক্রিকেট প্রেমি ছিল। বড় কষ্ট করে ছেলেকে মানুষের মত মানুষ বানাতে শ্রম দিয়েছি। ছেলেকেপ্রথমে ওয়াই ডব্লিউ সিএতে পড়াই এবং পরে আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল(মিশনারী স্কুল) থেকে সমাপনী শেষ করে।পরবর্তীতে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করে। উচ্চ ডিগ্রির জন্য তাকে ইংল্যান্ডে পাঠাই। সেখানে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে গ্রাডুয়েশন করেন !তার সফল অর্জনে এলাকাবাসী কুমিল্লাবাসীর কাছে আমরা দোয়া চাই। সে যেনআরো ভালো খেলোয়ার হতে পারে । সিহান কুমিল্লার গর্ব | আমরা আশা করি সিহান কোন এক সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে খেলবে |
Leave a Reply