(শরীফ আহমেদ মজুমদার, কুমিল্ল))
ক’রোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপর জেলার রামগঞ্জ উপজেলা থেকে পালিয়ে আসা কার্তিক (৩৮) নামের এক ব্যক্তিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা থেকে উদ্ধার করে উপজেলা ও থানা পুলিশ প্রশাসন।
শনিবার (১৮-এপ্রিল) রাতে ৯৯৯ এর সংবাদের মাধ্যমে নাঙ্গলকোট রেলস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কর্তিকের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিগঞ্জ উপজেলায়। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক দীর্ঘদিন যাবত কক্সবাজার এলাকায় শ্রমিক হিসেবে চাকরি করতেন। সারাদেশে লকডাউন হওয়ার পর জ্বর- সর্দি নিয়ে অসুস্থ হয়ে কক্সবাজার এলাকা থেকে পালিয়ে এসে লক্ষ্মীপুরের বাড়া ভাড়িতে উঠেন। তার অসুস্থতায় সন্দেহ হলে তার থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর পাঠায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা।
পরে গত বৃহস্পতিবার (১৬- এপ্রিল) তার করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এরপর বাড়ির ও এলাকার লোকজন তাকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। একপর্যায়ে সে বাড়ি থেকে চালের ট্রাকে পালিয়ে করে লাকসামে আসেন। পরে সেখান থেকে রেললাইনের পথ ধরে নাঙ্গলকোটে রেল স্টেশনে যান। সেখান থেকে ৯৯৯ এ ফোন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর নির্দেশ পাওয়া মাত্র রাতে এএসপি চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ , নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী মিলে ওই রোগীকে উদ্ধার করে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহায়তায় তাকে উপজেলার গোহারুয়া ২০ শয্যা হাসপাতালের আইসোলেশান সেন্টার এ পাঠানো হয়েছে।
Leave a Reply