নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে আইনী সহায়তা প্রদানকারী অন্যতম সংস্থা হচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। রানা প্লাজা ধ্বসের ৬ বছর পূর্তি উপলক্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে ব্লাস্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বুধবার কুমিল্লা জজকোট চত্তরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্লাস্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি এড.সৈয়দ নুরুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এড.শরিফুল ইসলাম, সমন্বয়কারী এড. শামীমা আক্তার জাহান, জেলা প্রকল্প কর্মকর্তা এড.ছানা উল্লাহ। ব্লাস্টের প্যানেল ‘ল’ ইয়ার এড. শাহালম, এড. সালেহা আক্তার,সাহিদা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন ,রানা প্লাজা ধ্বসের ৬ বছর হযে গেলেও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন করা হয়নি। আমরা চাই ক্ষতিগ্রস্তদের দ্রুত যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হোক। দেশে যেন রানা প্লাজার ট্র্যাজেডির পুনরাবৃত্তি না ঘটে এর জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে হবে।
Leave a Reply