নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় রাইড শেয়ারিংয়ে নতুন মাত্রা যুগ করেছে 777, ‘যাতায়াতের গতি বাড়লে জীবন যাত্রার মান বাড়বে’ শ্লোগানে সেবাটি শুরু হতে যাচ্ছে মার্চের শুরু থেকে। মোটর সাইকেল, প্রাইভেটকার ও এম্বুলেন্স সেবার মাধ্যমে প্রাথমিক ভাবে সেবা পাবে কুমিল্লাবাসী। কিছুদিনের মধ্যেই গুগল প্লে স্টোরে মিলবে 777 রাইডি শেয়ারিং অ্যাপস। গ্রাহকরা সহজেই এই অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যের বাহন খোঁজে পাবে। শুরুতে জেলার ১৭টি উপজেলায় রাইড শেয়ারিং শুরু হতে যাচ্ছে। ক্রমান্বয়ে তা দেশব্যাপী সেবার আওতায় নিয়ে আশা হবে।রাইড শেয়ারিংয়ের পাশাপাশি রেন্ট-এ কার সেবা দিবে প্রতিষ্ঠানটি।
বুধবার সন্ধ্যায় নগরীর এজরুল এভিনিউর একটি রেস্টুরেন্টে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহির রায়হান। হয়।
এছাড়া রাইড শেয়ারিংয়ে তরুণদের কাজের সুযোগ রয়েছে বলে জানান প্রতিষ্ঠাতা৷ প্রাথমিক ভাবে গ্রাহকদের বিশেষ অফারে যাত্রা শুরু করবে 777 রাইড শেয়ারিং।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি সাংবাদিক সাইফ উদ্দিন রনী, বিল্লাল মিডিয়া স্বত্ত্বাধিকারী বিল্লাল হোসেন, গ্রিন আইটি বিডি লিমিটেড পরিচালক মো রফিকুল ইসলাম, স্বত্বাধিকারী আলপনা ইভেন্ট সাউন্ড মিডিয়া কানাই নাগ, স্বত্বাধিকারী ইয়ামী রেস্টুরেন্ট সাইফুল ইসলাম, কুমিল্লা ডে নাইট রাইড শেয়ারি এডমিন আনিছুর রহমান, মো সাইফুল ইসলাম আরো অনেকে।
Leave a Reply