(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে রংতুলি ফাউন্ডেশেনের উদ্যেগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।উৎসাহ-উদ্দীপনার মাঝে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বানাশুয়ায় দক্ষিন রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ও রংতুলি ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ মুজিবুল হক, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমাদের কুমিল্লার সিনিয়র স্টাফ রিপোর্টার ও আমাদের সময়.কম এর কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু।
সভাপতিত্ব করেন দক্ষিন রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস পারভীন,মোসাম্মৎ ফাতেমা বেগম মাকসুদা বেগম ও মনোরমা ভৌমিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পিন্টু সরকার, উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান,অর্থ সম্পাদক অপ্সরা ও দফতর সম্পাদক শেখ সাদি।
রংতুলি ফাউন্ডেশনের সদস্য বাঁধন মজুমদার জয়া ও কাজী সাইদা সুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃতিসহ কুইজে অংশগ্রহণ করে। পরে আমন্ত্রিত অতিথীরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্য আমিরুল আলিফ মোজাম্মেল হক রাব্বি,জাহিদুল হাসান,কাজী মুশফিক মশিউর,সাব্বির,মো:সাইফুল ইসলাম,আদিব হাসানাত,শেখ সাদি,সাল সাবিল নাফি ও তাহসিন।
Leave a Reply