অনলাইন ডেস্ক:
নাটোরের ডিসি গোলামুর রহমানকে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রাণলায়।২৬ নভেম্বর, সোমবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে নাটোরের নতুন জেলা প্রশাসক হিসেবে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ শাহরিয়াজকে নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্তক্রমে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে নিয়োগ/বদলি করা হলো। তিনি দীর্ঘ দিন কুমিল্লা জেলা প্রশাসনে কর্মরত ছিলেন।
এর আগে গত ২৪ নভেম্বর, শনিবার নাটোরের জেলা প্রশাসক (ডিসি) গোলামুর রহমানের বিরুদ্ধে নিজ দফতরের নারী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ ওঠে।এ ছাড়া তার বিরুদ্ধে নিজ দফতরের অধঃস্তন কর্মকর্তা, অন্য দফতরের কর্মকর্তা, রাজনীতিক ও স্থানীয় সামাজিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও ওঠে।
ওই ম্যাজিস্ট্রেট ‘অব্যাহত কুপ্রস্তাব’ দেওয়ার বিষয়টি সামনে এনে গত ২৪ অক্টোবর ডিসির বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গোলামুর রহমান। ২০তম বিসিএস ব্যাচের এই ক্যাডার অফিসার সর্বশেষ কর্মরত ছিলেন শিপিং করপোরেশনের ম্যানেজার হিসেবে।
জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র আড়াই মাসের মধ্যেই সরকারি দফতরের বিভিন্ন কাজে তার অসহযোগিতা ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অল্প সময়েই ক্ষুব্ধ নাগরিক সমাজ ও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ওঠে নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির।
এ ছাড়া বগুড়া আর্ট কলেজের এক ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে গোলামুর রহমানের বিরুদ্ধে।
Leave a Reply