অনলাইন ডেস্ক:
নিহত রি ফাত শ রীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মি ন্নির জবানবন্দিতে বলেছেন, ২০১৯ সালের শুরুর দিকে কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাওয়ার বাস মিস করি। তখন ন য়নের মোটরসাইকেলে আমি কুয়াকাটা যাই। সেখানে নয়নের সঙ্গে একটি হোটেলে রাত্রীযাপন করি। এরপর আস্তে আস্তে আমি জানতে পারি নয়ন মাদক সেবী। ছিনতাই করে। তার নামে থানায় অনেক মা মলা আছে। যে কারণে ন য়নের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়। এরপর আমি আবার রি ফাত শ রীফের সঙ্গে পূর্বের সম্পর্কে জড়িয়ে পড়ি।
রি ফাত হ ত্যার ২০ দিন পর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মি ন্নিকে গ্রে প্তার করা হয়। গ্রেপ্তারের পর মি ন্নি প্রধান সাক্ষী থেকে হন আসামি। এরপর পাঁচ দিনের রি মান্ডে থাকা অবস্থায় রিফাত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি রেকর্ড করা করা হয়।
জবান বন্দিতে মি ন্নি আরও বলেন, আমি ব রগুনা সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি। ২০১৮ সালে ব রগুনা আইডিয়াল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করি। আইডিয়াল কলেজে পড়াশোনা করার সময় ২০১৭ সালে রি ফাত শ রীফের সঙ্গে প্রে মের সম্পর্ক হয়। এ সময় রি ফাত বামনা ডিগ্রি কলেজের ছাত্র ছিল।
সম্পর্কের পর রি ফাত আমাকে তার কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে ন য়ন বন্ড একজন। পরিচয়ের পর থেকেই ন য়ন বন্ড আমাকে কলেজে যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। আমি তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে আমার বাবা ও ভাইয়ের ক্ষতি করার ভয় দেখাতো। বিষয়টি আমি রি ফাত শ রীফকে জানাইনি।
জবান বন্দিতে মি ন্নি আরও বলেন, আমি রি ফাত শ রীফকে ভালোবাসতাম। কিন্তু রি ফাতের সঙ্গে অন্য মেয়েদের সম্পর্ক ছিল। এ কারণে রি ফাতের সঙ্গে আমার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। এরপর আমি ধীরে ধীরে ন য়ন ব ন্ডের দিকে ঝুঁকে পড়ি। একসময় আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে আমার ন য়ন ব ন্ডের বাসায় যাতায়াত শুরু হয়।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে বর গুনা সরকারি কলেজের সামনে রি ফাত শ রীফকে স্ত্রীর সামনে কু পিয়ে হ ত্যা করে দু র্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শ রীফ বাদী হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মা মলা দায়ের করেন। পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মি ন্নিকে তার বাবার বাড়ি বর গুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত নয়টায় তাকে গ্রে প্তার দেখানো হয়।
Leave a Reply