অনলাইন ডেস্ক:
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতকে আলোচনার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এ তথ্য বলা হয়েছে।
ইমরান খান বলেছেন, ‘চলমান পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার কিংবা নরেন্দ্র মোদী কারো হাতে নিয়ন্ত্রণ থাকবে না। তাই ভালো কিছুর জন্যই আলোচনায় বসতে চাই।’
প্রসঙ্গত, আজ বুধবার পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে ভারত সরকার। এর কয়েক ঘণ্টা আগে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করার কথা জানায় পাকিস্তান। আটক ভারতীয় দুই পাইলটের মধ্যে একজনের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান।
এদিকে ভারতও জানিয়েছে তাদের এক পাইলট নিখোঁজ রয়েছেন। তার নাম অভিনন্দন।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। এ ঘটনা অস্বীকার করেছেন মেজর গফুর। তিনি বলেন, ‘তাদের অপারেশনে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি।’
Leave a Reply