অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ যথেষ্ট গণতান্ত্রিক ও সুষ্ঠু থাকায় বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। রবিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধি দল।
তারা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে এখানে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আমাদের কিছু ভুল ধারণা ছিল। এ দেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে। কিন্তু পর্যবেক্ষণের পর আমাদের ধারণা বদলে গেছে।’
তারা আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করবে পরবর্তী সময়ে কারা সরকার গঠন করবে। এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি। যেহেতু নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তাই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না।’
প্রসঙ্গত, শনিবার (২৪ নভেম্বর) ইইউ’র সংসদীয় কমিটির ৭ সদস্যের একটি দল বাংলাদেশ সফরে আসেন। সফরে এসেই ইইউ’র দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলটিই রবিবার (২৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের সিনিয়র কর্মীদের নির্বাচন নিয়ে ইইউ’র অবস্থান ব্যাখ্যা করেন।
Leave a Reply