অনলাইন ডেস্ক:
সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান ‘উইথ নাজিম জয়’-এ অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। বাপ্পা মজুমদারের সাথে ডিভোর্স ও তানিয়া হোসাইনের সঙ্গে এ গায়কের বাগদান নিয়ে কথা বলেন তিনি।
আর এ নিয়ে বেশ দারুণ ক্ষেপেছেন তানিয়া। জয়ের প্রতি ইঙ্গিত দিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্টও দিলেন।
তিনি লেখেন, ‘উপস্থাপনা নিয়ে আমার সিনিয়র কাউকে জ্ঞান দিতে যাব, এত বড় দুঃসাহস আমার নাই ভাই। তবে বিভিন্ন মাধ্যমে, স্টেজ শো, কর্পোরেট ইভেন্টস, কনসার্ট, টিভি লাইভ অ্যান্ড প্রোগ্রাম আমরা যারা এই কাজটি অত্যন্ত পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং ধৈর্যের সাথে করে চলেছি, তারা জানি কতখানি অভিজ্ঞতা, শব্দচয়ন, শব্দের সঠিক প্রয়োগ, বাক্য গঠন, বাক্যের উদ্দেশ্য-বিধেয় নিয়ে ভেবে তারপর আমরা কাজটি কত যত্ন সহকারে করার চেষ্টা করে থাকি।’
অতিথি বা যার সম্পর্কে কথা বলা হয় তাকে অপমান করার কোন অধিকার উপস্থাপকের নেই, এমনটাই বলেন তানিয়া। তার ভাষ্যে, ‘আপনার তো কোনো অধিকার নেই তাকে অসম্মান করে কথা বলার, অথবা এমন কোনো শব্দ ব্যবহার করা যা একটি ন্যাশনাল টিভি চ্যানেলে অনএয়ার হওয়া কতটা শোভন বা সমীচীন সেটা নিয়ে প্রশ্ন ওঠে।’
তিনি লেখেন, “এ ক্ষেত্রে, ‘ফান’ আর ‘অপমান’-এর পার্থক্য বোঝার দায়িত্ব একজন উপস্থাপকের পাশাপাশি প্রোগ্রাম প্রোডিউসারের ওপরও বর্তায়। একজন প্রোডিউসার পুরো প্রোগ্রামের দায়ভার বহন করেন। খালি ৫, ৪, ৩, ২, ১, ০ অ্যাকশন বলাই প্রোডিউসারের একমাত্র কাজ না ভাই। যত মহান প্রেজেন্টারই হোক, কন্ট্রোল তো প্রোডিউসার ভাই আপনার হাতে, নাকি তাও নাই?”
জয় তার শো’র কাটতির জন্য এমনটা করছেন দাবি তানিয়ার। তিনি লেখেন, ‘ব্রিলিয়ান্ট অ্যাংকরিং হয় যখন, তখন কিন্তু এই আপনাকেই বাহবা দিতে পিছুপা হই না আমরা। তাই বলে, ফান শো বলে অন্যের মর্যাদাহানি করে নিজেদের শো’র কাটতি, জনপ্রিয়তা বলে দাবি কামানোর অপচেষ্টা কতখানি প্রোফেশনাল অথবা ডিগনিটির এর আওতায় পড়ে?’
সবশেষ লেখেন, ‘কী নিয়ে ফানটা করছেন ভাই? সত্যি-মিথ্যা পুরোটা না জেনে, অন্যের ব্যাপারে যথেচ্ছাচার শব্দের প্রয়োগ ঘটিয়ে খুব হাসি তামাশা, না ভাই!’
সম্প্রতি তানিয়ার বাগদানের আংটির ছবি ফেসবুকে প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে। গুঞ্জন ওঠে বাপ্পাকে বিয়ে করছেন তিনি। এর কয়েকদিন পর বাপ্পা জানান, আগের স্ত্রী চাঁদনীর সঙ্গে ডিভোর্স হয়েছে জানুয়ারিতে। সম্প্রতি তানিয়ার সঙ্গে তার বাগদান হয়েছে। এ নিয়েই ছিল এবারের ‘উইথ নাজিম জয়’।
Leave a Reply