অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) তহবিল সমৃদ্ধ করতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টোয়েন্টি-২০ ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রবর্তন করেছেন বিসিবি’র সাবেক সভাপতি এবং বর্তমানের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।
ফ্রাঞ্চাইজিদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সুপারিশও ছিল শুরুতে। তবে বিসিবি’র সাবেক সভাপতির মেয়ে নাফিসা কামাল বিপিএলে ফ্রাঞ্চাইজিদের স্বার্থ রক্ষার কিছুই দেখতে পাচ্ছেন না। বিপিএলে খেলে এখনো আর্থিক লাভের মুখ দেখেনি কোন ফ্রাঞ্চাইজি গত ৬ মওশুমে ২টি ফ্রাঞ্চাইজি পরিচালনার অভিজ্ঞতা থেকে এমনটাই জানিয়েছেন ২ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল- ‘এই নিয়ে সাত বছর আমরা বিপিএলে যাচ্ছি। আমরা পুরোনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচাইতে পুরোনো। আগে আমি সিলেটের সাথে ছিলাম। এখন কুমিল্লায়। এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি। কোন ফ্র্যাঞ্চাইজি ব্রেক ইভেনে আসতে পারেনি।’
৭ম আসরের সামনে দাঁড়িয়ে রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার দাবি জানিয়েছেন তিনি- ‘রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিটি রাইটস আমাদেরকে অংশীদার করতে। কিভাবে বিক্রি করব ওইটা আমোদের দায়িত্ব।’
রেভিনিউ শেয়ারিংয়ের ব্যবস্থা না করলে ভবিষ্যতে বিপিএলে তার দলের অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন নাফিসা কামাল - ‘এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি আগামি বছর বিপিএলে থাকব কী না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেক হোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না শুধু দিয়েই যাচ্ছি।’
Leave a Reply