অনলাইন ডেস্ক:
ভবন নির্মাণের ছাড়পত্র দেয়ায় অনিয়মসহ একাধিক দুর্নীতির অভিযোগে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাগিচাগাঁও এলাকায় ওই কার্যালয়ে দুদক অভিযান চালায়।
কুমিল্লা জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, ভবন নির্মাণের ছাড়পত্র প্রদানে অনিয়ম, অক্সিজেন ফায়ার কাপলিংসামগ্রী ক্রয়ে নগরীর বাগিচাগাঁও নিউ গোমতী ফায়ার টেকনোলজি দোকান থেকে কিনতে ভবন মালিকদের বাধ্য করা এবং বিভিন্ন সেবায় অতিরিক্ত ফ্রি আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় কুমিল্লা, ব্রাহ্মবাড়িয়া এবং চাঁদপুর জেলায় কাজ করে। তারা চলতি বছরে ৭৫১টি ভবনের ছাড়পত্র দিয়েছে। তার মধ্যে অধিকাংশ ভবন মালিককে অর্থের বিনিময়ে ছাড়পত্র দিয়েছে কোন প্রকার তদন্ত বা পরিদর্শন ছাড়া। ভবন নির্মাণের ছাড়পত্র প্রদানে অনিয়মসহ নানা দুর্নীতির বিষয়ে খোঁজ নেয়ার জন্য প্রয়োজনীয় নথি নেয়া হয়েছে
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃ ত্যু
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার জাঙ্গালিয়াস্থ ময়নামতি রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ী নি হত হয়েছে। বৃস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ দূর্ঘটনার ঘটে। নিহত সাইফুল ইসলাম নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নি হতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৪টায় বাড়ীর উদ্দেশ্যে পায়ে হেটে জাঙ্গালিয়া পুরাতন স্টেশন অতিক্রম করতেই চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় র ক্তাক্ত জ খম হয়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষনা করে।
কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ মিছবাহুল আলম চৌধুরী বলেন, জাঙ্গালিয়ায় দূ র্ঘটনার বিষয়টি জানা নেই। নিহত সাইফুল ইসলাম সোহাগ জাঙ্গালিয়া স্টেশন মসজিদ সংলগ্ন হালিম এন্ড সন্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক ছেলে (৪) রেখে গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাঙ্গালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে ম রহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
Leave a Reply