অনলাইন ডেস্ক:
‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামার আগেই খানিক পিছিয়ে গেল বাংলাদেশ। কেননা আঙুলের ব্যথা বেড়ে যাওয়ায় বাংলাদেশ একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে একাদশে এসেছেন মুমিনুল হক।
ফাইনালে যেতে জিততেই হবে এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একাদশে সাকিব আল হাসান ছাড়াও পরিবর্তন এসেছে আরও ২টি।এশিয়া কাপেই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত ও নাজমুল হোসেন অপু বাদ পড়েছেন। তাদের বদলে একাদশে ঢুকেছেন সৌম্য সরকার ও রুবেল হোসেন।
নিজেদের একাদশে পরিবর্তন এনেছে পাকিস্তানও। বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের পরিবর্তে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি পেসার জুনায়েদ খান।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, জুনায়েদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
Leave a Reply