অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের মিশনটা ভালো হয়নি আর্জেন্টিনার। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই খুবই খারাপ অবস্থা ফুটবল ঈশ্বর ম্যারাডোনার উত্তরসূরিদের। প্রথম ম্যাচে ড্রয়ের পর বৃহস্পতিবার (২১ জুন) রাতে ৩-০ গোলে লজ্জাজনকভাবে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। তাই দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে নাইজেরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের কোন বিকল্প নেই আর্জেন্টিনার সামনে।
এদিকে হাই-ভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (২৬ জুন) নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার সাথে দেখা করার অনুরোধ জানিয়েন তিনি।
ম্যারাডোনা বলেছেন, তিনি সাম্পাওলির খেলোয়াড়দের সাথে দেখা করতে চান এবং তার সাথে আর্জেন্টিনার আরো কয়েকজন সাবেক খেলোয়াড়কে নিয়ে যেতে চান। ভেনিজুয়েলার একটি টিভি চ্যানেলকে সাবেক এই ফুটবলার বলেন, ‘আমরা আমাদের সম্মান রক্ষা করতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি ভেতরে ভেতরে ক্ষুব্ধ এবং ভীষণ হতাশ। যারা দেশের জার্সি পরিধান করবে তাদের কেউ চায় না সেটি পদদলিত হোক।’
সাম্পাওলিকে কোচ হিসেবে নিয়োগ করার জন্য আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্টের উপর বেজায় ক্ষেপেছেন ডিয়েগো ম্যারাডোনা।
ম্যারাডোনা অভিযোগ করেন, সাম্পাওলি কম্পিউটার, ড্রোন এবং ১৪জন সহকারী নিয়ে যখন কাজে যোগ দিলেন তখন সবাই সেটি মেনে নিয়েছে।
আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া গত রবিবার একটি সংবাদ সম্মেলন করেছেন যেখানে দলের মিডফিল্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো উপস্থিত ছিলেন। কোচ সাম্পাওলিওর সাথে খেলোয়াড়দের কোন ধরনের বিরোধের কথা অস্বীকার করেছেন মাশ্চেরানো।
কোচের বিরুদ্ধে কোন রকম বিদ্রোহের কথাও অস্বীকার করেছেন মাশ্চেরানো। তিনি বলেন, ‘কোচের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক। যদি আমাদের মধ্যে অস্বস্তির কিছু থাকে, তাহলে সেটি আমরা তুলে ধরবো। যদি আমরা সেটা না করি, তাহলে প্রতারণা করা হবে।’
মাশ্চেরানো আরো বলেন, খেলা নিয়ে কোচের সাথে তাদের কথা হয়েছে। তিনি বলেন খেলার কৌশল নিয়ে কোচ তাদের পথ দেখিয়ে দেন বলে উল্লেখ করেন। ‘তিনি (কোচ) জানতে চান মাঠে আমাদের কী হয়েছে? যাতে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। এটা ফুটবল খেলার মূল ভিত্তি।’
Leave a Reply